[english_date], [bangla_date]

ফেসবুক বন্ধের প্রশ্নই আসে না

Tuesday, 04/04/2017 @ 10:49 am

নিউজ ডেস্ক: বাংলাদেশে ফেসবুক বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার (০৪ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ফেসবুক বন্ধের কোনো প্রশ্নই আসে না। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগতে মতামত জানানো হচ্ছে।
রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে এমন আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, কোনো ঘণ্টার জন্য ফেসবুক বন্ধ থাকবে না।
মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাছে জানাতে চায়, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখা যায় কিনা। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি এড়ানো ও কর্মঘণ্টা যাতে নষ্ট না হয় সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর থেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা-বিতর্ক চলতে থাকে।