[english_date], [bangla_date]

সন্ধ্যায় খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন

Saturday, 15/07/2017 @ 7:38 am

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য শনিবার (১৫ জুলাই) লন্ডন যাচ্ছেন । দলটির একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের ৫৭৮ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির একাধিক নেতা যাচ্ছেন বলে জানা গেছে। লন্ডনে তিনি চোখ ও পায়ের চিকিৎসায় প্রায় ৬ সপ্তাহর মতো অবস্থান করবেন । পুরো সময়টা তার বড় ছেলে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করার কথা রয়েছে। খালেদা জিয়ার এ সফরে যুক্তরাজ্য বিএনপি, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে । এছাড়া বিদেশি কূটনীতিকদের সঙ্গে দু’-একটি বৈঠক হতে পরে বলে জানা গেছে।