[english_date], [bangla_date]

ডাকারে ফুটবল স্টেডিয়াম ধসে নিহত ৮, আহত ৪৯

Sunday, 16/07/2017 @ 5:14 am

নিউজ ডেস্ক : সেনেগালে খেলা চলাকালীন একটি ফুটবল স্টেডিয়ামের দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৯ জন। রোববার সেনেগালের রাজধানী ডাকারের ডেমবা দিওপ স্টেডিয়ামে লিগ কাপ ফুটবল ফাইনালে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
ফাইনালে স্টেডে ডি এমবুর এবং ইউনিয়ন স্পোর্টিভ উয়াকাম নামক দু’দল খেলছিল। ৯০ মিনিটেও ১-১ গোলে সমতা থাকায় তা অতিরিক্ত সময়ে গড়ায়।
ডি এমবুর এক গোলে এগিয়ে গেলে তা নিয়ে সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ থামাতে এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দর্শকের মধ্য তখন আতঙ্ক দেখা দিলে হুড়োহুড়ি শুরু হয়। এতে অনেকে পদপিষ্টও হন।
এক পর্যায়ে উপস্থিত দর্শকেরা স্টেডিয়ামের একটি দেয়ালের পেছনে আশ্রয় নিতে গেলে তা ধসে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়লে অনেক সমর্থক তাদের লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করে।
ঘটনাস্থলে থাকা একাধিক ব্যক্তি জানিয়েছেন, জড়ো হওয়া মানুষদের ওপর দেয়ালটি সরাসরি ভেঙে পড়ে। এর ফলে চাপা পড়েন অনেকে। তাদের আশঙ্কা নিহত আরো বাড়তে পারে।
সেনেগালের প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার কারণে রোববারের নির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করেছেন প্রেসিডেন্ট মিকি সেল। দুর্ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন।