বিজয় বাংলাদেশ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তন অনুষ্ঠানে চারটি স্বর্ণ পদক পেয়েছে ফারিয়া তাবাসসুম। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর উপস্থিতিতে স্বর্ণপদক প্রদান করা হয়।
বর্তমানে ফারিহা আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডিরত থাকার কারণে তার মা নার্গিস আক্তার মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদকগুলো গ্রহণ করেছেন।
এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ‘অনন্য মেধাবী শিক্ষার্থী ’ বঙ্গবন্ধু স্কলার ২০২১ পুরস্কার পান তিনি।
সমাবর্তনে ফারিহার পাওয়া স্বর্ণপদকগুলো হলো: ১. হোসেন জামান মেমোরিয়াল স্বর্ণপদক ২০১৯। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান -এ তিন বিভাগের মধ্যে ২০১৯ সনের বিএসএস (সম্মান) পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ সিজিপিএ অর্জন। ২. অধ্যাপক ড. মোঃ মোস্তফা চৌধুরী স্বর্ণপদক ২০১৯। ২০১৯ সনের বিএসএস (সম্মান) পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ সিজিপিএ অর্জন। ৩. সেলিমা-এমাজউদ্দীন স্বর্ণপদক ২০১৯। ২০১৯ সনের বিএসএস (সম্মান) পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জন। ৪. জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি স্বর্ণপদক ২০১৯। ২০১৯ সনের বিএসএস (সম্মান) পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ সিজিপিএ অর্জন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে ২০২১ সালে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য হতে ১৩টি অনুষদের ১৩ জন শিক্ষার্থীকে ‘অনন্য মেধাবী শিক্ষার্থী’ বঙ্গবন্ধু স্কলার হিসেবে নির্বাচিত করা হয়। ফারিহা সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে নির্বাচিত হয়।
ফারিয়ার বাবা উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই ভাই ও দুই বোন।চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় তিনি।
ফারিহার ভাই জুনায়েদ আল মামুন বলেন, পৃথিবীতে খুব কম ভাই আছে যার বোন স্নাতক পর্যায়ে খুব ভাল ফলাফল করায় চারটি স্বর্ণপদকে ভূষিত হয়।এমন একজন বোন পাওয়া শুধু গর্বের বিষয় নয় বরং একই সাথে অত্যন্ত সম্মানের বিষয়। আমাদের পরিবারের গর্বের কেন্দ্রবিন্দু ফারিহার জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী যেন কল্যাণমূলক জ্ঞানার্জনের পথে তাঁর যাত্রা অব্যাহত থাকে এবং তাঁর জ্ঞান যেন মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।