হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন পরিবার পরিকল্পনা পরির্দশক মো. নজরুল ইসলাম (৩৫)।
পরে তাকে ভর্তি করা হয়েছিল ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
সেখানে টানা ১৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার (১০ জুন) সকালে মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি।পরিবার পরিকল্পনা পরির্দশক মো. নজরুল ইসলাম উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি শাহজাহানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
তাঁর সহকর্মী জগদীশপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক পলাশ পাল জানান, ২৪ মে মাধবপুর অফিসের মাসিক মিটিংয়ে অংশ নিতে নিজ বাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে বের হন।
ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়া এলাকায় একটি ট্রাক তাঁর অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন পরিবার পরিকল্পনা পরিদর্শক নজরুল ইসলাম।এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হলে দীর্ঘ ১৮ দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার মৃত্যুবরণ করে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন নজরুল ইসলামের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, এ মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত।