অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক সভা
- By --
- Tuesday, 21 Nov, 2023

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
তিনি বলেন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক সভার মাধ্যমে সমস্যা সমাধানের পাশাপাশি প্রতিষ্ঠানও উপকৃত হবে। তিনি আরো বলেন, এধরনের আয়োজনে সকল অংশীজনে উপস্থিতি প্রয়োজন। সকলের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় আরো সামনে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সভায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম, রংপুর প্রতিনিধি