অর্থী ফাউন্ডেশনের সহযোগিতায় খাবার পেলো অসহায় মানুষেরা

FB_IMG_1697846940850

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বন্দরে অর্থী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে  খাবার বিতরন করা হয়। 

শুক্রবার দুপুরে খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাবার বিতরন করেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি, মোকামতলা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মোকামতলা সি এন জি মালিক সমিতি সাধারণ সম্পাদক এম,এ মারুফ মন্ডল। 

অর্থী ফাউন্ডেশনের পরিচালক আলপে সানি সুমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাইল আহমেদ তালহা, মোকামতলা বন্দর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পারভেজ মন্ডল, মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি সনি  হাসান,  ছাত্রলীগ নেতা রায়হান আরিফুল, শুভ, মাহিম প্রমূখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি


কমেন্ট As:

কমেন্ট (0)