পিরোজপুর প্রতিনিধিঃ বর্তমান শেখ হাসিনার সরকারের সময় দেশের একটি মানুষও কর্মহীন ও গৃহহীন থাকবেনা। আমরা ভিন্ন ভিন্ন দল-মতের হতে পারি, কিন্তু মন থেকে দরদী হয়ে মানুষের উপকারে উজাড় করে দেয়ার মত রাষ্ট্র নায়ক এদেশে খুব কমই এসেছে। এ যায়গায় যদি তুলনা করি-সে যায়গায় শেখ হাসিনা অনন্য ও অসাধারন। তিনি দেশের যেকোন প্রান্তের অসহায় মানুষে কষ্ট দেখলে তার হৃদয় হতে রক্ষ ক্ষরন হয়।
মন্ত্রী বলেন, মানুষ এখন স্বাবলম্বি হয়ে উঠেছে। ভিক্ষুকের মতো হাত পাতা অথবা অসহায় অবস্থায় অন্যের বাড়ির কাজের মেয়ের কাজ করা বা কারো রাখালের কাজ করার চেয়ে নিজের ছোট অবস্থান থেকে ধিরে ধিরে বড় হয়ে উঠতে হবে। পিরোজপুরের মানুষ কষ্ট কিন্তুু ফাকা জায়গায় পরিশ্রম করে কি করবে ? ভিত্তিতো থাকতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় অসচ্ছল গৃহহীনদের ভিতরে গৃহবিতরণ করে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন।
মন্ত্রী শ.ম রেজাউল করিম বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক সভাকক্ষে উপকূলীয় চরাঞ্চালে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের অবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান ও জেলা প্রাণীসম্পদ বিভাগের উপ পরিচালক ডা. তরুন কুমার সিকদারসহ বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী এসময় আরও বলেন, শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের একজন বিম্ময়কর যাদুকর। আমাদের ছোট্ট এই পিরোজপুর আর পিরোজপুর থাকবেনা, উন্নয়নের অগ্রযাত্রায় পাল্টে যাচ্ছে উপকূলে জেলা পিরোজপুর। শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় এখানে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ব বিদ্যালয় বাস্তবায়নের পথে, দিগন্তজোড়া প্রসারিত আালোর পথে ধাবিত হচ্ছে আমাদের পিরোজপুর। কারও কাছে অর্থ-বিত্ত চাইনা, শুধু পাশে এসে সহযোগীতর উর্বর হাতটি বাড়িয়ে দিন, ভাল পরামর্শ দিন, যেন আমাদের সুন্দর এই জেলাকে উন্নত ও সমৃদ্ধ জেলা হিসেবে বাংলাদেশে মডেল জেলা হিসেবে গড়তে পারি। মন্ত্রী এর আগে সদর উপজেলায়ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পে মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ২০ জন
জেলে ও উপকারভোগীকে ২০টি বকনা বাছুর বিতরন করেন মন্ত্রী।