সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি: গত ১৭ জুন থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী উপজেলা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নিম্নাঞ্চলের গ্রাম গুলিও ব্যাপক ক্ষতি হয়েছে।
হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজিরভিটা ইউনিয়নের বুতিয়া পাড়া,সুমনিয়া পাড়া, সদর ইউনিয়নের কালীয়ানীকান্দা, নালিতাবাড়ী উপজেলা নাকুগাঁও,আন্ধারুপাড়া,যোগানীয়া, নিম্নাঞ্চল, ঝিনাইগাতী উপজেলার সদর, গৌরীপুর, ও মালিঝিকান্দা ইউনিয়নের প্রায় ১৫ গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। মহারশী ও সুমেশরী নদীর বাঁধ ভেঙে রাস্তা এবং বহু ঘর বাড়ী ধংশ হয়ে যায়।
সরজমিনে গিয়ে দেখা যায় মহারশীর বাধঁ ও রাস্তা ভাঙ্গে বেনিয়ামের মালিকানাধীন একটি মুরগীর খামার প্রায় ২ হাজার মুরগী সহ খামারটি সম্পুর্ন ধংশ হয়ে গেছে।পাশের বাড়ির লোক জন পানিতে আটকা পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে।
সদর ইউনিয়নের বৈরাগী পাড়া গ্রামের আশ্রাব আলী (৬৫) নামের এক ব্যাক্তি পানির তোর ভেসে যায় পরদিন বিল থেকে তার লাশ উদ্ধার করে লোকটি সাঁতার জানতনা।এ দিকে যে সমস্ত এলাকাতে পানি প্রবেশ করেছে,সেই সমস্ত এলাকাতে অধিকাংশ কাঁচা ঘর বাড়ি ও বীজতলা নষ্ট হয়ে গেছে।
ঝিনাইগাতীতে বিস্তত সূত্রে জানাযায়,জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা ও ১৫ মেট্রিকটন ( জিআর) বরাদ্দ দেওয়া হয়েছে।