আজ ২৪ ডিসেম্বর, ২০২০ইং বৃহস্পতিবার রাহ্নুমার ৫ম জন্মদিন। সাংবাদিক পরিবারে জন্ম নেয়া রাহ্নুমা আহমেদ জাতীয় দৈনিক ‘বিজয় বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক রিফান আহমেদ-এর একমাত্র কন্যা। তার মাতা আফরোজা সিদ্দিকাও একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
খান বাহাদুর শহুদুল হকের দৌহিত্রী রাহ্নুমা আহমেদকে দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার সকল প্রতিনিধি, বিজ্ঞাপন দাতা, পাঠকবৃন্দএবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন।