আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের পক্ষ থেকে মামলা দায়ের
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি খতীবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবীবের নেতৃত্বে হেফাজতের একটি টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক ২০১৩ সালের ৫ মে দিবাগত রাতে শাপলা চত্বরে আলেম উলামা ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানের উপর বর্বরোচিত হামলার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা নাসির উদ্দিন মুনির, মুফতি আব্দুল মালেক, মাওলানা আশরাফ মাহদী সহ প্রমুখ নেতৃবৃন্দ।