শাহাদাৎ হোসেন ইমরানঃ
রাজধানীর ভাটারায় তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল একাডেমির উদ্দ্যগেআন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও হাফেজ সংবর্ধনা হিফজ সমাপনী ছাত্র- ছাত্রীদের পাগড়ী ও সবক প্রদান উপলক্ষে ১০ম জাতীয় কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার ১৪ (ডিসেম্বর) রাতে ভাটারার শাহজাদপুর জাপানি স্কুল রোড,বাঁশতলা কবরস্থান রোডের পশ্চিম পার্শ্বে মাদরাসা প্রাঙ্গনে ক্বিরাত সম্মলনের আয়োজন করা হয়।
শায়েখ হাফেজ ক্বারী মাওলানা মোঃআবুল বাশার হেলালী দা.বা. এর সার্বিক পরিচালনায় প্রধান আলোচক ছিলেন,বাংলাদেশ টেলিভিশন ও অন্যান চ্যালেনের ক্বারী ও উপস্হাপক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্য ক্বারী ও মোফাসসিরে কোরআন হযরত মাওঃ ক্বারী হাবিবুল্লাহ বেলালি দা.বা.।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চেয়ারম্যান তেপান্তর গ্রূপ ও প্রকাশক দৈনিক বিজয় বাংলাদেশ ড.এইচ এম এরশাদ উল্লাহ চৌধুরী।
বিশেষ অথিতি ভাইস প্রিন্সিপাল মহাখালী কামিল মাদরাসা, মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ কুতুবউদ্দিন দা.বা., ইমাম ও খতিব গুলশান সেন্ট্রাল জামে মসজিদ,হাফেজ মাওলানা আব্দুর রহিম দা.বা., প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মারকাযুল উলুমিল কুরআন আল-ইসলামিয়া(মিরপুর) হাফেজ ক্বারী আহমাদ উল্লাহ দা.বা.,খতিব গুলশান পার্ক সোসাইটি জামে মসজিদ মুফতি মর্তুজা হাসান ফয়েজি (মাসুম বিল্লাহ),সভাপতি বাইতুল ফালাহ জামে মসজিদ ভাটারা জনাব মোঃ জাহাঙ্গীর আলম, মুহতামীম কাসেমুল উলূম আল-ইসলামিয়া মাদরাসা মাওলানা মোঃজাহিদুল ইসলাম,চেয়ারম্যান রিজেন্সী প্রপার্টিজ এন্ড ডেভেলাপমেন্ট লিঃ জনাব মোঃ জাহাঙ্গীর আলম, আন্তর্জতিক পুরস্কারপ্রাপ্ত ও নিয়মিত ক্বারী এটিএন বাংলা ক্বারী একে এম ফিরোজ আহমেদ,প্রধান ক্বারী বাংলাদেশ বেতার ক্বারী মাওলানা এমদাদুল হক সহ প্রমুখ।
আগত অথিতিরা সকলে কোরআনের খন্ড খন্ড ক্বেরাতের মাধ্যমে সম্মেলনকে আলোকিত করে তুলেন।এতে উপস্হিত স্রোতদের মধ্য থেকে আল্লাহু আল্লাহ ধনি শোনা যায়।
এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে ক্রেস্ট প্রধান করা হয়।পরে আমন্ত্রিত ক্বারী সকলকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান সহ হিফজ সমাপনি ছাত্র- ছাত্রীদের পাগরী ও সবক প্রদান করা হয়।
উল্লেখ্য মালয়েশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা ২০২২ বিশ্বের ৯০ টি দেশের মধ্যে ৬ষ্ঠ স্হান অধিকার করেন তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল একাডেমির গার্লস হিফজ বিভাগের প্রধান শিক্ষিকা হাফেজা ক্বারীয়া ফাতেমা জান্নাতুল বুশরা।
দোয়ার মাধ্যমে বিজয় দিবসে সকল শহীদদের স্মরণ করে দেশ ও জাতির মঙ্গল কামনা করার মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।