Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    Bijoy Bangladesh
    ইপেপার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • ধর্ম ও জীবন
    • শিল্প ও বাণিজ্য
    • শিক্ষা
    • অন্যান্য
      • খেলার মাঠ
      • কৃষি ও জলবায়ূ
      • মানবিক গল্প
      • সফলতার গল্প
      • লাইফস্টাইল
      • স্বাস্থ্য ও চিকিৎসা
    Bijoy Bangladesh
    Home » নিউজ রুম » আমরা পিছিয়ে থাকবো না, দেশটাকে উন্নত করে ছাড়বো -রমেশ চন্দ্র সেন এমপি
    সারাদেশ

    আমরা পিছিয়ে থাকবো না, দেশটাকে উন্নত করে ছাড়বো -রমেশ চন্দ্র সেন এমপি

    May 23, 2022No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপ্রান চেষ্টা করছেন দেশটাকে উন্নয়ন করার জন্য সেই উন্নয়নের লক্ষ্যে আমাদের সকলকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। আমরা পিছিয়ে থাকবো না, দেশটাকে উন্নত করে ছাড়বো। আমি চাই ঠাকুরগাঁও জেলায় কোন যেন সমস্যা না থাকে। কোন সমস্যা আমরা থাকতে দেব না। কিন্তু সকল সমস্যার সমাধান একসাথে করা যাবে না। তিনি ২৩ মে সোমবার হাসপাতালের ক্যান্টিনে জেলা বিএমএ’র আয়োজনে স্বাস্থ্য সেবা ও অন্যান্য খাতে সার্বিক উন্নয়নে অবিস্মরনীয় অবদানের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
    তিনি বলেন, আমরা আপ্রান চেষ্টা করেছি কোভিড বিদায় করে দেওয়ার জন্য। বর্তমানে আমরা ভাল আছি। ভাল থাকার মূলে এই ডাক্তার সাহেবদের অবদান অনেক। স্বাস্থ্যখাততে এত গুরুত্ব দেওয়ার কারন হলো চিকিৎসা যারা করেন, তারা দিন রাত পরিশ্রম করে আমাদের সেবা করেন। এমন কোন ব্যক্তি নাই যারা সেবা করতে হয়না। এমনকি ডাক্তাররা যারা আছেন, এখানে যদি চিকিৎসা না হয় ঢাকায় যান। এজন্য আমি সকল চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছি।
    এ দেশ স্বাধীন করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দেশ চালাচ্ছে। আমি সকল শহীদদের স্মরন করি। বঙ্গবন্ধু ১৪ বছর কাটিয়েছেন জেলখানায়। কত কষ্টে জীবন কাটিয়েছেন সেটা বলার মত না। আমরা তো খুব আনন্দে আছি। এ আনন্দে থাকার দিন নাই। এখন চলছে আমাদের কষ্টের দিন। আমরা কিভাবে উন্নয়নশীল দেশটাকে মাননীয় প্রধানমন্ত্রী শপথ করেছেন আমাদের সবাইকে নিয়ে দেশটাকে উন্নত দেশে পরিনত করবো সেটাই প্রতিজ্ঞা। আপনারা সবাই চান এখানে মেডিকেল কলেজ হবে। চাওয়াটা স্বাভাবিক, চাওয়ার শেষ নাই। কিন্তু দিতে হলে টাকা লাগবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে অনেক কিন্তু মৃত্যুবরণ করেছে অনেক কম। আজকে কৃষকেরা আমাদের অন্ন জোগান না দিলে আমরা না খেয়ে থাকতাম। আমরা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশ অনেক সুন্দরভাবে চালাচ্ছি। এতে করে পৃথিবীর সকল দেশ চিন্তা করছে বাংলাদেশ কিভাবে এত উন্নত হচ্ছে। কিভাবে তারা কোভিড থেকে পরিত্রান পেয়েছে। আমি নিজেই তা ভাবতে পারি না। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা কারও কথা শুনতে চাই না, বুঝতে চাই না। আমরা চাই উন্নয়ন। উন্নত একটি বাংলাদেশ।
    তিনি আরও বলেন, আমাদের এখানে নার্সিং ইন্সটিটিউট আছে তাদের ঘর নাই। হাসপাতালে অক্সিজেন পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। কোভিড পরিস্থিতিতেও অক্সিজেনের কোন সমস্যা হয়নি। ওই সময় অক্সিজেন সময়মত না পেলে অনেক মানুষ মারা যেত। কিন্তু খুব সামান্য রোগী মারা যাওয়ার পরে করোনাকে উৎখাত করে দিয়েছি। সকল ক্ষেত্রে বাংলাদেশ আজ উন্নয়ন হয়েছে। সদর উপজেলায় মত সারা বাংলাদেশে কোথায় এত ভাল, এত সুন্দর মডেল উপজেলা আছে আমার বিশ্বাস হয় না এবং কোথাও করতে পারবে না। আমরা কি চাই, উন্নয়ন চাই। সারে বর্তমানে অকল্পনীয় ভর্তুকি দেওয়া হচ্ছে। তা কিসের জন্য, আপনাদের জন্য। আপনাদের কাউকে যেন খাদ্যে সমস্যায় পরতে না হয়।
    আমরা অভাবগ্রস্থ নই। প্রত্যেকটাই জিনিসের প্রয়োজন আছে। আমরা ধারাবাহিকভাবে কাজগুলো করে যাচ্ছি, কার জন্যে, আপনাদের জন্য। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে দীর্ঘদিন বাঁচে। দেশের সকল সমস্যার সমাধান করে দেশটাকে একটা উন্নত দেশে পরিনত করি। যাদের ঘর ছিল না তাদের আমরা ঘর দিচ্ছি। যাদের জমি নাই। তাদের জমি দেওয়া হচ্ছে। স্কুল, মাদ্রাসা সব পাকা করে দেওয়া হয়েছে। আমাদের কাজ হলো মানুষের সেবা করা। আমরা ভোগী না, আমরা ত্যাগী। এ দেশটা আমাদের সকলের, এ দেশকে আমরা যাতে করে ভাল করতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে। সর্বপরী জেলা বিএমএ কে ধন্যবাদ জানাই। আপনাদের চাহিদার মেডিকেল কলেজ ও বিমানবন্দর চেয়েছেন সেটা পরে আগে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির কাজগুলো শেষ হোক। পরে এ দুটোও হয়ে যাবে।
    বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সভাপতি ডাঃ আবু মোঃ খয়রুল কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ ফিরোজ জামান জুয়েল, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, স্বাধীনতা আইনজীবী পরিষদের সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মেরাজুল ইসলাম সোনা, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, জেলা মহিলা লীগের সভাপতি পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরী প্রমুখ।
    এর আগে প্রধান অতিথি রমেশ চন্দ্র সেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন বিএমএ’র জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় মানপত্র পাঠ করে শোনান ডাঃ আইরিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ রেজাউল করিম শিপলু। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Mohaiminul Islam
    • Website

    Related Posts

    বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১ 

    August 7, 2022

    টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

    August 7, 2022

    ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

    August 7, 2022

    Comments are closed.

    সর্বশেষ প্রকাশিত

    বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১ 

    August 7, 2022

    টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

    August 7, 2022

    ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

    August 7, 2022

    কঙ্গোতে গলাকেটে ২০ জনকে খুন, বাড়িঘরে আগুন

    August 7, 2022

    চলে গেলেন ‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’ তারকা ক্লু গুলাগার

    August 7, 2022
    1 2 3 … 370 Next
    নিউজ আর্কাইভ
    • August 2022
    • July 2022
    • June 2022
    • May 2022
    • April 2022
    • March 2022
    প্রকাশক

    ড. এইচ, এম, এরশাদ উল্লাহ চৌধুরী

    হেড অফিস
    বাসা: ২৪৪(২য় তলা), লেন: ৩, বারিধারা
    ডিওএইচএস, ঢাকা-১২০৬
    মোবাইল: ০১৯৫৫৫৮৭২২৫

     

    সম্পাদক

    শেখ রিফান আহমেদ

    সম্পাদকীয় কার্যালয়:
    হাকিম টাওয়ার (৭ম তলা), সাকিন-ক-৭৪/১,
    কুড়িল চৌরাস্তা, ঢাকা-১২২৯।
    মোবাইল: ০১৯৫৫-৫৮৭২১০, ফোন: ০২-৮৪১২৩৪৮
    ই-মেইল: bijoybangladesh20@gmail.com
    ওয়েবসাইট: www.bijoybangladesh.com

    ফেইসবুকে বিজয় বাংলাদেশ
    Facebook Twitter YouTube
    © 2022 awebsite Developed by Bijoy Bangladesh.

    Type above and press Enter to search. Press Esc to cancel.