‘বায়ু-পরিবর্তন আবশ্যক, নহিলে হঠাৎ একটা শক্ত ব্যামো হইতে পারে’-কথাগুলোর সাক্ষাত মিলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’ গল্পে। তবে লিওনেল মেসির শেষ কিছুদিনের সঙ্গে মিলে যাচ্ছিল খাপে খাপে। পিএসজিতে সময়টা মোটেও ভালো কাটছিল না। সমর্থকরাও মুখ ফিরিয়ে দুয়ো দিতে শুরু করেছিল। এমন সময়ে ‘বায়ু পরিবর্তন’টা মেসিকেই বদলে দিল খোলনলচে। মেসির গোমড়ামুখো ছবিগুলোকে এখন মনে হচ্ছে সুদূর অতীত। আর্জেন্টিনায় গিয়ে চুলে নতুন ছাঁট দিয়েছেন, একান ওকান করা হাসিও ফুটেছে মুখে।
লিওনেল মেসি সবশেষ আর্জেন্টিনা দলে খেলেছেন সেই নভেম্বরে। ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচের পর আকাশী সাদা জার্সিটা আর গায়ে চড়াননি আর্জেন্টিনা অধিনায়ক। করোনা থেকে সবে সেরে ওঠায় মেসিকে চলতি বছরের শুরুর দুই ম্যাচে দলে ডাকেননি কোচ লিওনেল স্ক্যালোনি।
তবে আসছে দুটো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের স্কোয়াডে ফিরেছে তার নাম। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার সকালে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুরুর একাদশে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক।
এরপর আগামী ৩০ এপ্রিল ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ আছে আরেকটি। এই দুই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনায় ফিরে গিয়েছেন মেসি। যেতেই মিলল চিরচেনা, হাসিখুশি মেসির।
কোপা আমেরিকার পর থেকে মেসি যেন জাতীয় দলে খেলার জন্য একটু বেশিই মরিয়া। দলের সতীর্থরাও তাকে দিচ্ছেন বাড়তি কদর। বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার পর সে ইচ্ছাটা কেবল বেড়েছেই। পিএসজির সঙ্গে চুক্তিতে তো বলাও ছিল, আর্জেন্টিনাকেই বেশি প্রাধান্য দেবেন, তাতে পিএসজিও দিয়েছিল সায়।
পিএসজিতে যাওয়ার পর মধুচন্দ্রিমা কেটে গেছে। শুরুর স্তুতিবাক্যগুলো এখন পরিণত হয়েছে সমালোচনার তিরে। বিশেষ করে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার পর থেকে তো মেসিকে রীতিমতো শূলেই চড়ানো হচ্ছে ফরাসি সংবাদ মাধ্যমে। সেই মুহূর্তে আর্জেন্টিনা দলের দুটো ম্যাচ যেন তার হাওয়া বদলের দারুণ এক উপলক্ষ হয়েই এসেছে। মেসির মুখে ফুটেছে হাসি। অনুশীলনে সতীর্থদের সঙ্গে মেতেছেন খুনসুটিতে।
পিএসজিতে সময় যেমন ভালো যাচ্ছিল না, পারফর্ম্যান্সেও পড়েছিল এর প্রভাব। গোলের দেখাই পাচ্ছিলেন না সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী। আর্জেন্টিনায় পৌঁছানোর পর থেকে মেসির মনের অবস্থার পরিবর্তন ঘটেছে, অন্তত আন্তর্জালে ভেসে বেড়ানো সব ছবি-ভিডিও তা-ই বলছে। তার প্রভাবে পারফর্ম্যান্সে উন্নতি আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।