আশাশুনির কুড়িকাহনিয়া নদী থেকে আরও একটি লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। মরদেহটি শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের ফজলে সানার ছেলে শফিকুল ইসলাম (৪৪) বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনেরা। মরাদেহটি শুক্রবার দুপুর দেড়টার দিকে কুড়িকাহনিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে কপোতাক্ষ নদে ভাসতে দেখে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা খবর পেয়ে উদ্ধার করে। এনিয়ে প্রতাপনগরের কুড়িকাহনিয়া লঞ্চ ঘাটের পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়বাঁধে কাজ করতে নৌকা ডুবে নিখোঁজ ৩ শ্রমিকের মধ্যে ২ জনকে উদ্ধার করা হলো।
এরআগে বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের মঞ্জিল গাজীর ছেলে বাবর আলীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের মানিক মোড়লের ছেলে আবদুল আজিজকে পাওয়া যায়নি।
উল্লেখ্য মঙ্গলবার সকাল ৮ টার দিকে মাটিবাহী নৌকাডুবির এ ঘটনা ঘটে। কপোতাক্ষর পানির তোড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ১২ শ্রমিকের নয়জন উদ্ধার হলেও নিখোঁজ হন তিন জন। ঘটনার সময় নৌকায় মাটি বহন করে আম্পানে ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ নির্মানের জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় পানির তোড়ে নৌকাটি ডুবে যায়।