গোলাম সারওয়ার সজল
আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে নভেম্বর রবিবার দুপুরে সাভারের নবীনগর জয় রেস্তোরাঁয় এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ (এমপি) ঢাকা-২০। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান (এমপি) ঢাকা-১৯।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ,ধামরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,আশুলিয়া থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সানাউল্লাহ,
সহ-সভাপতি তালুকদার মোয়াজ্জেম হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন শাহজাহান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার সহ আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।