ইউক্রেনের খারকিভে রুশ হামলায় ৬ জন নিহত হয়েছে
- By --
- Monday, 23 Oct, 2023

ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ ডাককর্মী নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ১৬ জন। শনিবার গভীর রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি মেইল বিতরণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় এ ঘটনা ঘটে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রামে বলেছেন, খারকিভের নোভা পোশতা পোস্ট অফিসে হামলা হয়েছে। হামলার পর পোস্ট অফিসের বেশ কিছু ছবিও প্রকাশ করেন তিনি।
জেলেনস্কির অ্যাকাউন্টে পোস্ট করা ফটোগুলি ক্ষেপণাস্ত্র দ্বারা ধ্বংস হওয়া ভবনটিকে দেখায়।
অন্যদিকে, খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ বলেছেন, নিহতরা সবাই পোস্টাল কোম্পানিতে কাজ করতেন। টেলিগ্রামে তিনি লিখেছেন, নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। তিনি আরও বলেন, বিস্ফোরণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
তবে হামলার বিষয়ে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি। তবে দেশটি সবসময়ই ইউক্রেন আক্রমণের সময় বেসামরিক নাগরিকদের টার্গেট করার কথা অস্বীকার করে আসছে।খারকিভ, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর, রাশিয়ান সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার (19 মাইল) দূরে। উত্তর-পূর্ব ইউক্রেনের শহরটি 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুতে ভারী বোমা হামলার শিকার হয়েছিল।
এই মাসের শুরুর দিকে, খারকিভের মেয়র ইহার তেরেখভ বলেছিলেন যে ইউক্রেনের প্রথম ভূগর্ভস্থ স্কুলটি তার শহরে নির্মিত হবে, যাতে শিশুরা নিরাপদে তাদের শিক্ষা চালিয়ে যেতে পারে।