গোলাম সারওয়ার সজল
সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউপি উপ-নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন মোল্লা মোশারফ হোসেন মুসা। ১লা ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলার নির্বাচন অফিসার রফিকুল ইসলামের কাছে এই মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁন,আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মুয়াজ্জেম হোসেন দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন শাজাহান,আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান শাহীনসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় ইয়ারপুর ইউপি উপ-নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোল্লা মোশারফ হোসেন মুসা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি বাংলাদেশ সরকারের মনোনীত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।সেই সাথে আমি নির্বাচিত হলে ইয়ারপুর ইউনিয়নের সকল সমস্যা গুলো দ্রুত সমাধান করার চেষ্টা করবো। উল্লেখ্য ইয়ারপুর ইউপি উপ-নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।আজ ১লা ডিসেম্বর বৃহস্পতিবার সাভার উপজেলার নির্বাচন অফিসার রফিকুল ইসলাম কাছে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।