ইসরাইলি সেনার হামলায় গাঁজার এক স্কুলে নিহত ৫০
- By --
- Saturday, 11 Nov, 2023

গত শুক্রবার গাজার একটি স্কুলে ইসরায়েলি সেনার হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে,গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক এ তথ্য গনমাধ্যমে জানিয়েছেন।
আল-জাজিরা অনলাইনে জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা থেকে বাঁচতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষেরা স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন। নিহতদের অধিকাংশই এসব আশ্রয় নেওয়া মানুষ।
হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া গণমাধ্যমে বলেছেন, ‘আজ সকালে স্কুল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও কামান হামলার পর গাজার আল-নাসর পাড়ায় আল-বুরাক স্কুলের ভেতর থেকে প্রায় ৫০ জন শহীদকে উদ্ধার করা হয়েছে।
শাহরিয়ার এজাজ বাপ্পী