মোহাম্মদ রাসেল কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে ৯০০ ক্যান এনার্জি ড্রিংক ও ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করেছে।
আটকরা হলো, উখিয়ার কুতুপালং ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে রোহিঙ্গা মাহমুদুল্লা ইসমাইল (২৬) ও হলদিয়াপালং ইউপির বটতলী পশ্চিম মরিচ্যা এলাকার মৃত হাছু মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৩২)।
৫ এপ্রিল রাত ৮ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিমপাড়াস্থ একটি গোডাউনের ভিতরে অভিযান চালানো হয়।
র্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়াস্থ একটি গোডাউনের ভিতর আমদানী নিষিদ্ধ এনার্জি ড্রিংক ও বিদেশী সিগারেট মজুদ রাখার খবরে সেখানে একটি টীম অভিযান চালায়।খেছে।
এসময় র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে ধৃত করে। ঐ সময় তাদের হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেট ও ৯০০ ক্যান এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।
এদিকে, ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।