মোহাম্মদ রাসেল কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
সোমবার (৪ এপ্রিল) সকালে উখিয়া উপজেলার কয়েকটি বাজারে আশেপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সনজুর মোরশেদ বলেন, রোহিঙ্গারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে ক্যাম্প থেকে বের হচ্ছে। এমন অভিযোগ পেয়ে উখিয়া উপজেলার কয়েকটি বাজারে আশেপাশে অভিযান চালানো হয়। এসময় ক্যাম্প হতে বের হয়ে বিভিন্ন জায়গা যাওয়ার সময় ১৩৬ জন রোহিঙ্গােকে আটক করা হয়। আইনী প্রক্রিয়া শেষে আটকৃতদের ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হয়।
এদিকে, পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁদের প্রত্যাশা জেলাজুড়ে এই অভিযান অব্যাহত থাকুক।