মাহবুবুর রহমান জ্যোতি, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাসায়নিক সার কেনাবেচা মনিটরিং করা হচ্ছে উপজেলা কৃষি বিভাগ থেকে। উপ সহকারী কৃষি কর্মকর্তাগণের উপস্থিতিতে সার ডিলারেরা কৃষকদের কাছে সার বিক্রি করছেন।
এদিকে কৃষি কার্ড দেখে কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে। এতে কৃষকদের কাছে কৃষি কার্ডের গুরুত্ব বেড়েছে ।
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে , উপজেলায় মোট ৩৯ জন রাসায়নিক সার ডিলার আছে । এর মধ্যে বি সি আই সি এর ২১ জন ও বিএডিসি’র ১৮ জন সার ডিলার আছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে খুচরা সার বিক্রেতা আছে ১ শ ৩৫ জন ।
খোঁজ নিয়ে জানা গেছে রাসায়নিক সার ডিলারদের দোকান থেকে কৃষকদের মাঝে সার বিক্রির সময় এক থেকে দু’জন করে উপ সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত থাকেন । উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ সার কিনতে আসা কৃষকদের কৃষি কার্ড দেখে তার কাছে সার বিক্রি করার অনুমতি দিচ্ছেন বলে জানা গেছে । এবিষয়ে একাধিক উপ সহকারী কৃষি কর্মকর্তা জানায়, ডিলারদের বিক্রি পয়েন্টে তারা উপস্থিত থেকে সার বিক্রি কার্যক্রম দেখা ছাড়াও প্রকৃত কৃষক চিহ্নিত করে সার কেনায় সহায়তা করছেন । এরা আরো জানান প্রকৃত কৃষক ও মাঠে ফসল আছে অথচ কৃষি কার্ড নেই এমন কৃষকদের এন আই ডি কার্ড দেখে তার কাছে সার বিক্রি করা হচ্ছে ।
এদিকে কৃষকদের কাছে এখন কৃষি কার্ডের গুরুত্ব বেড়েছে । কৃষকদের অনেকেই নতুন করে কৃষি কার্ড মিলবে কিনা তার খোজ খবর করছেন বলে জানা গেছে ।
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী জানায়, উল্লাপাড়ায় সব ধরণের রাসায়নিক পর্যাপ্ত পরিমানে মজুদ আছে। এখানে সারের সংকট নেই । তার বিভাগ থেকে ডিলারদের বরাদ্দকৃত সার সঠিক পরিমাণ উত্তোলন এবং বিক্রি ব্যবস্থা নিয়মিত মনিটরিং করা হচ্ছে । তিনি নিজে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে নিয়ে সব মনিটরিং করেছেন। এছাড়া ইউনিয়নগুলোর বিভিন্ন পয়েন্টে খুচরা বিক্রেতাদের মাঝে সার বিক্রি ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে । সার বিক্রি করে খদ্দেরদেরকে রশিদ দেওয়া নিশ্চিত করা হয়েছে বলেও তিতি জানান।