কর্ম পরিকল্পনা,ধৈর্য,পরিশ্রম, সততা ও কর্মদক্ষতার আলোকে ধারাবাহিক সফলতার কারণে আবারও ময়মনসিংহ জেলা পুলিশের (ডিসেম্বর ২০২০)-এর মাসিক কল্যান সভায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন, ময়মনসিংহ জেলা পুলিশের ৫ কর্মকর্তা।
শ্রেষ্ঠত্বের মূল নিয়ামক (ধৈর্য, পরিশ্রম ও সততা) যার এক উজ্জ্বল দৃষ্টান্ত – শাহ কামাল আকন্দ, অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ। পরিশ্রম,সততা ও কর্মদক্ষতার আলোকে ধারাবাহিক সফলতার কারণে আবারও তিনি শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন।
ময়মনসিংহে ডিবির ওসি সহ৫ পুলিশ কর্মকর্তা কে তাদের উপর অর্পিত কাজের প্রতি সততা ও দায়িত্বশীলতা প্রদর্শন করায়, ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে সম্মাননা প্রদান ও পুরস্কৃত করা হয়।
সোমবার জেলা পুলিশের কল্যান সভায় পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা), সনদ ও সম্মাননা পুরস্কার তুলে দেন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের হাতে।
ময়মনসিংহ পুলিশ লাইন্সে জেলা পুলিশের কল্যান সভা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের সভাপতিত্বে পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হয়। সভায় সে সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া, জয়িতা শিল্পী, ফজলে রাব্বী, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ অফিসার ও বিভিন্ন থানার ওসি এবং ফাঁড়ি পুলিশ পরিদর্শকগণ।
পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার বলেন, পুরস্কারের আসায় নয়, দায়িত্বশীলতার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব, দক্ষতা ও বিচক্ষণতার সাথে ক?করতে হবে। অভিষ্যতে শুধু পুরস্কার নয়, দায়িত্বহীনতার জন্য তিরস্কার করা হবে।
পরিশেষে এসপি বলেন,জেলা পুলিশের সকল সদস্যদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, শুধু দায়িত্ব উপর নির্ভর করে না, মানবিকতার দিক বিবেচনা করে হলেও সর্বদা জনগণের পাশে থাকবে হবে। আমি আশাবাদী পূর্বের ন্যায়, যে কোন বিপদ কালীন সময়ে, জনগণের পাশেই থাকবে, ময়মনসিংহ জেলা পুলিশ।