মোহাম্মদ রাসেল , কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হলো, কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের চোল্লার পাড়ার জাকের উল্লাহর ছেলে ইমতিয়াজ (২৫), দক্ষিণ ধূরুং ইউনিয়নের ধূরুং কাঁচা গ্রামের ছাবের আহমেদের ছেলে করিম উদ্দীন (৩৫) এবং পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার মাহমদ হোছাইনের ছেলে রমজান আলী (৪৫)।
রবিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের চোল্লার পাড়া গ্রামে এবং দুপুর ১টার দিকে উপজেলার মগনামা ইউপির শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার জানান, রবিবার সকালে উত্তর ধূরুং ইউনিয়নের চোল্লার পাড়া নামকস্থানে ঝড়-বৃষ্টির মধ্যেই ট্রলারে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ট্রলারে হঠাৎ বজ্রপাতের ঘটনায় ইমতিয়াস ও করিম মারা যায় এবং এ ঘটনায় আক্কাস নামে একজন আহত হয়েছে।
এদিকে, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, নিহত মোঃ রমজান আলী মগনামা ইউনিয়নের শরৎঘোনাস্থ তার বাড়ি সংলগ্ন এলাকায় রকমারী জিনিসের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। দুপুরে অন্যান্যদের মত তিনিও বিলে মাছ ধরতে যায়। ওই সময় বজ্রপাতে তিনি মারা যান।