মোহাম্মদ আমিন উল্লাহ, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারে ৯ লক্ষ ৫১ হাজার কেয়াত মুদ্রা ও সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় মায়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা জজ আদালত।
একই সাথে দন্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার ২৪ জানুয়ারী দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষনা করেন ।
একই আদালতের পিপি এ্যাডভোকেট ফরিদুল আলম এ তথ্য জানান। যাবজ্জীবন কারাদণ্ডিতরা হল মায়ানমারের নাগরিক, মৌং সাদুর পুত্র এখাং সাং একই এলাকার সাং টোয়েং এর পুত্র মৌং চৌং অং ও মোহাম্মদ ঈদ্রিছের পুত্র মোহাম্মদ ইসহাক। রায় ঘোষনার সময় দন্ডিতরা উক্ত আদালতে উপস্থিত ছিলেন ।
রাষ্ট্রপক্ষের পিপি এ্যাডভোকেট ফরিদুল আলম ও এ পিপি দীলিপ কুমার ধর এবং আসামীদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসাবে এ্যাডভোকেট সিরাজুল ইসলাম -৪ মামলাটি পরিচালনা করেছিলেন। রায়ে দন্ডিতদের কাছ থেকে জব্দকৃত ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত মুদ্রা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত এবং দন্ডিতদের সাজার মেয়াদ শেষ হলে আইনানুগ ব্যাবস্হায় তাদেরকে মায়ানমারে পূষব্যাক করার জন্য কক্সবাজারের জেলা ম্যাজিষ্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে ।