মোহাম্মদ রাসেল কক্সবাজার জেলা প্রতিনিধি: ৬ বছর পর পূর্ণাঙ্গ জেলা শিক্ষা অফিসার পেয়েছে কক্সবাজার। এই পদে কক্সবাজার জেলায় নতুন শিক্ষা অফিসার হিসেবে পদায়ন হয়েছে মাসুদা খানমের।
মাসুদা খানম এর আগে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি বালক/বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক/শিক্ষিকা ও সহকারি জেলা শিক্ষা অফিসার পদ মর্যাদার ২৩৩ জনকে জেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে মাসুদা খানমকে কক্সবাজার জেলা শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়।
৯ জুন পদায়ন করা হলেও কক্সবাজার জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে মাসুদা খানম এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। যদিও মাসুদা খানম মুঠোফোনে জানিয়েছেন তিনি গত ১২ জুন থেকে কক্সবাজারে অবস্থান করে দায়িত্বপালন করে যাচ্ছেন।
জেলা শিক্ষা অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রজ্ঞাপনের পর তিনি (মাসুদা খানম) কয়েকবার অফিসে এসেছিলেন। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেননি।
জেলা শিক্ষা অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ বশির উদ্দীন জানান, সোম অথবা মঙ্গলবার নতুন জেলা শিক্ষা অফিসার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেওয়ার কথা রয়েছে।
জেলা শিক্ষা অফিস সূত্রমতে, গত ২০১৬ সালের আগষ্ট মাসে মৃত্যু বরণ করেন তৎকালিন জেলা শিক্ষা অফিসার আলফাত আলী। এরপর জেলা শিক্ষা অফিসারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেনকে। এরপর ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসারের দায়িত্বপালন করেন ছালেহ আহমেদ চৌধুরী। পরে তিনি বদলী হওয়ার পর ২০২১ সালের সেপ্টেম্বরে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব দেওয়া হয় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিনকে।
শিক্ষকরা বলছেন, ‘দীর্ঘ ৬ বছর পর পূর্ণাঙ্গ জেলা শিক্ষা অফিসার পেতে যাচ্ছি আমরা। এরফলে প্রশাসনিক কর্মকা- ও শিক্ষা প্রতিষ্ঠান তদারকিতে গতি আসবে।’