কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।গতকাল শনিবার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করেন তিনি।কটিয়াদী সরকারি
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ ও বিদ্যালয়ের সকল শিক্ষকগণ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. দিলীপ কুমার ঘোষ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আহমেদ,বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কামাল হোসেন মিলন,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ছিদ্দিকুর রহমান ভূঞা,কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন,কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মস্তোফা,সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেল, ভিপি দুলাল বর্মণ,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ ,কটিয়াদী পৌর যুবলীগের সভাপতি জাহিন শাহরিয়ার ইমরান প্রমুখ।