রায়হান আহমেদ, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তরুন কৃষক কৃষাণীদের নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষন কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, পৌর মেয়র এসএম হানিফ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্দা দেবনাথ, কৃষি সম্প্রসারন অফিসার গোবিন্দ মন্ডল, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন ও জেলা আবহাওয়া কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমুখ।