রায়হান আহমেদ, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে মোঃ আরিফ তালুকদার নামে এক কাতার প্রবাসীর বসতঘরে সিঁধকেটে চুরি সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।
ভূক্তভোগী পরিবারের অভিযোগ ও এলাকা সুত্রে যানা গেছে, উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইরকান্দি গ্রামের লাল মিয়া তালুকদারের কাতার প্রবাসী ছেলে মোঃ আরিফ তালুকদারের স্ত্রী সেতু বেগম তার সন্তানদের নিয়ে রাতে পাসের বাড়িতে বেড়াতে যান। ওই প্রবাসীর বাড়িতে কেউ না থাকায় গভীর রাতে তাদের বসতঘরের পাসে টিনের বেড়ার নিচে সিঁধকেটে ঘরে প্রবেশ করেন একদল চোর। পরে ঘরে থাকা সকল জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ওই চোর চক্র। সকালে ওই প্রবাসীর স্ত্রী সেতু বেগম বাড়িতে এসে এ ঘটনা দেখতে পেয়ে থানা পুলিশকে জানান। এদিকে এ চুরির ঘটনায় প্রবাসীর পরিবারের মাঝে চড়ম আতংঙ্ক বিরাজ করছে।
প্রবাসীর স্ত্রী সেতু বেগম কান্না জরিত কণ্ঠে বলেন, আমি রাতে বাড়িতে না থাকায় আমার ঘরের প্রায় দুই লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে গেছে চোরচক্র।
প্রবাসীর ভাই মেহেদী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইয়ের ঘরে চুরির ঘটনা ঘটেছে। আমি এ বিষয়ে থানা পুলিশকে জানিয়েছি। তারা লিখিত অভিযোগ দিতে বলছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা জানতে পেরেছি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।