কালকিনিতে বোরো আমন বিনাধান-১৭ চাষ করে লাভবান কৃষক

IMG_20231022_131122

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের কৃষক মোঃ লোকমান হোসেন হাওলাদার, মোঃ হাবিবুর রহমান, মোঃ কাওছার হামিদ এর মোট ৯ বিঘা জমিতে বিনাধান-১৭ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। 

কালকিনি উপজেলার কৃষি অফিসার মিল্টন বিশ্বাস এর সার্বিক দিক নির্দেশনায় উপ-কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন এর পরামর্শে  কৃষকদের মাঝে সার, বীজ,ও কীটনাশক প্রদান করা হয়েছে। কৃষক মোঃ লোকমান হোসেন হাওলাদার বলেন বিনাধান-১৭ চাষ করে আমার জমিতে এবার অধিক ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে প্রায় ২৫ থেকে ৩০মন ধাঁন পাবো। কৃষক মোঃ হাবিবুর রহমান সরদার বলেন কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন আমাদের বীজ,সার,কীটনাশক দিয়েছেন, আমরা এ সার ও কীটনাশক সঠিকভাবে জাতে ব্যবহার করি সেই পরামর্শ সব সময়ই দিয়েছেন। 

উপ-কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন বলেন বোরো আমন এবার লক্ষ মাত্রার চেয়ে অনেক বেশী। পূর্ব এনায়েতনগর ইউনিয়নে এবার ৬৪২ হেক্টর জমিতে বোরো আমন চাষ করা হয়েছে। 


কমেন্ট As:

কমেন্ট (0)