রায়হান আহমেদ, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালনিনি পৌরসভার ২০২২-২৩ ইং অর্থ বছরের জন্য ৬৫ কোটি ১১ লাখ ৫ হাজার ১১৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র এস এম হানিফ এ বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণার পর পৌরসভার বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্পের নতুন নতুন প্রকল্প গ্রহনের তালিকা প্রকাশ করে বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, সকলের সহযোগিতার মাধ্যমেই কালকিনি পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই সকলের সহযোগিতা কামনা কামনা করছি। তিনি তার বক্তব্যে পৌরবাসীদের সকল প্রকার নাগরিক সুবিধা দেয়ার প্রতিশ্রতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরদার, প্যানেল মেয়র নাসির উদ্দিন সিকদার আওয়ামীলীগ নেতা ভজন দত্ত, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতা চায়না খানম, উপজেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান আব্দুল হাইসহ , পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।