প্রতিবন্ধী সমিতির টাকা আত্মসাদকারীর বিচারের দাবীতে গাজীপুরের কালিয়াকৈর থানার সামনে ঢাকা-টাঙ্গাইল বাইপাস সড়কে শনিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেমের বিরুদ্ধে চন্দ্রা আশার আলো প্রতিবন্ধী ভিক্ষুক সমিতির চার লক্ষ তেষট্টি হাজার(৪,৬৩,০০০) টাকা আত্মসাদের প্রতিবাদে মানববন্ধন অনষ্ঠিত হয়েছে। এ মানবন্ধনে অংশগ্রহন করেন প্রতিবন্ধি ভিক্ষুক সমিতির শতাধীক সদস্য।
আশার আলো প্রতিবন্ধী সমিতির সভাপতি শহিদুর রহমান ভূইয়া মানববন্ধনে জানান, আমাদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি সেমিপাকা ঘর ছিল। রাস্তা প্রসস্থকরণের কারণে সেই ঘরটি ভাঙ্গা পড়ে। পরে ক্ষতিপূরণ হিসাবে রাস্তা কর্তৃপক্ষ আমাদের ৪ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ দেন । পরে সেই টাকা কাশেম কমিশনার জালিয়াতি করে আত্মসাদ করেন।এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।এসময় মানববন্ধন আরো বক্তব্য রাখেন সংঘটনটির সেক্রেটারি আল- আমিন ও জয়েন সেক্রেটারি আব্দুল্লা আল কাফি এ সময় তারা অভিযুক্ত কাউন্সিলর আবুল কাশেমের দ্রুত বিচার দাবি করেন।