ব্যাটের রানের দেখা নেই। একসময় সেঞ্চুরিকে ‘ডাল-ভাত’ বানিয়ে ফেলা বিরাট কোহলি এখন দেখা পাচ্ছেন না সেটিরও। দুই বছরের বেশি সময় ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না। অনেকেই মনে করছেন, একাগ্রতার ঘাটতিই কোহলির বড় রান রানের ইনিংস গড়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার রান খড়া ঘুঁচবে বলেই আশা সবার। দলটির প্রথম ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন কোহলির বড় স্কোর না পাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। পিটারসন বলছেন, করোনায় জৈব সুরক্ষা বলয়ে থাকাটাই কোহলির এই অবস্থার জন্য দায়ী।
পিটারসেন বেটওয়ের জন্য তার ব্লগে লিখেছেন, ‘গত কয়েক বছরে যা চলছে, তাতে কারও পারফরম্যান্সের উপর ভিত্তি করে আমি কাউকে বিচার করতে চাচ্ছি না। ক্রিকেট যে পরিস্থিতিতে খেলা হচ্ছে, তা নির্দিষ্ট ব্যক্তিদের এবং তাদের খেলার পদ্ধতিতে মোটেও সহায়তা করেনি।’
তিনি আরও লিখেছেন, ‘বিরাট কোহলি একজন প্রদর্শকারী এবং একজন বিনোদনকারী। দর্শকরা ওর নাম নিয়ে চিৎকার করবে, এটা ওর পছন্দ। ওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওকে প্রতিটি রানের জন্য উন্মাদ করে তোলার প্রয়োজন হয়।’
কোহলির জন্য পরমার্শ দিয়ে পিটারসন বলেছেন, ‘তাকে জানতে হবে যে, লোকেরা তাকে দেখার জন্য সেখানে আছে, কারণ ও সেই বিনোদনটাই দিতে চায়। তাতে কোহলি যে বড় রানের জন্য লড়াই করছে। ’