গজারিয়া প্রতিনিধি: শনিবার সকাল ১১.০০ ঘটিকায় মুন্সিগঞ্জের গজারিয়ার টেংগারচর ইউনিয়নের,বড় ভাটেরচর,টেংগারচর,বড়ই কান্দী ভাটেরচরের বিভিন্ন সড়কের খানাখন্দের,ভাঙ্গা রাস্তা মেরামত জন্য ইউঃপি চেয়ারম্যান মোঃকামরুল হাসান ফরাজীর প্রচেষ্টায় এলজিইডি কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ এর জন্য উদ্যোগ গ্রহণ করে,উপজেলা এলজিইডির কর্মকর্তাদের সরজমিনে ঘুরে দেখান।
রাস্তাগুলো পরিদর্শন কালে সাথে ছিলেন টেংগারচর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মোঃবোরহান উদ্দীন দেওয়ান,উপজেলা আওয়ামী লীগ নেতা,বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যান ট্রাস্ট এর সাঃসম্পাদক আজিম উদ্দীন ফরাজী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃতাজুল ইসলাম,উপজেলা সহকারী প্রকৌশলী মেহেদী হাসান রাজ,আওয়ামীলীগ নেতা মোঃ ইলিয়াস হোসেন প্রমুখ।
পরিদর্শন শেষে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন টেংগারচর ইউঃপি চেয়ারম্যান মোঃকামরুল হাসান ফরাজী, এই সময় তিনি বলে যেহেতু বর্ষা মৌসুম সারাদেশে বৃষ্টির পরিমান বেশি তাই অনেক সময় বৃষ্টির কারনে জলাবদ্ধতা ও জলস্রোতের কারনে আঞ্চলিক সড়কগুলো খানাখন্দের সৃষ্টি ও ভেঙ্গে যায়,এতে রাস্তাগুলো অনেক অংশে ক্ষতিগ্রস্ত হয়,যার ফলে জনগণের ভোগান্তির সৃষ্টি হয়।বিগত কয়েক দিনের অতিবৃষ্টির কারণে আমাদের টেংগারচর ইউনিয়নের বিভিন্ন রাস্তাগুলোও ক্ষতির সম্মুখীন হয়।এমতাবস্থায় আমি ব্যক্তিগত ভাবে প্রচেষ্টা করি, এলজিইডি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা রাস্তাগুলো পরিদর্শনে আসেন।
এই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম ও উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান রাজ জানান আমরা ভাঙ্গা রাস্তাগুলো পরিদর্শন করেছি,যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয় জনগণের ভোগান্তির নিরসনের চেষ্টা করবো,যতগুলো রাস্তার বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের অর্থায়নে জনগণের সুবিধার্থে চলাচলের জন্য মাটি ভরাটের মাধ্যমে সাময়িক ভাবে সংস্কারের ব্যবস্থা গ্রহন করা হবে।তবে এই প্রকল্পগুলো এলজিইডির,এই বিষয়ে এলজিইডি বাজেট প্রেরন করলে পূর্ণ সংস্কারের ব্যবস্হা গ্রহন করা হবে।