গজারিয়া (মুন্সীগঞ্জ) গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় মলম পার্টির সদস্য সন্দেহে মো. সুমন মিয়া (২০) এবং সাইদুর রহমান (২২) নামের দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনগগণ।
গতকাল রোববার দুপুরে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড এলাকায় থেকে তাদের দুজন’কে আটক করা হয়।
আটককৃত মো. সুমন মিয়া রাজধানী ঢাকা ডেমরা এলাকার বাসিন্দা স্বপন মিয়ার ছেলে অপর জন একই এলাকার মজিবুর রহমানের ছেলে সাইদুর রহমান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভবেরচর বাজার এলাকায় অজ্ঞাত এক নারী (৩৫) কে পথরোধ করে মলম দিয়ে অজ্ঞান করে গলার স্বর্নের চেইন টার্চ মোবাইল নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে অজ্ঞাত ওই নারীর মা ছুটে এসে রাস্তায় তাকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জ্ঞান ফেরানো হয়। পরে মেয়ের কাছ থেকে সকল ঘটনা শুনে ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড এলাকা থেকে মলম পার্টির সদস্য সন্দেহে সুমন মিয়া এবং সাইদুর রহমান কে ধরে নিয়ে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ দুজনকে হেফাজতে নেয়।
গজারিয়া থানার পরিদর্শক (অপারেশন) মুক্তার হোসেন বলেন, মলম পার্টির সদস্য সন্দেহে দু’জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনগণ। প্রাথমিক জিজ্ঞেসাবাদে মলম পার্টির সদস্য বলে স্বীকার করছে তারা। তাদের সাথে থাকা অন্য সদস্য কে ধরতে চেষ্টা চালানো হচ্ছে।