গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকায় এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেডের তুলার গুদামে লাগা আগুন ৯ ঘণ্টাও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। পানি সংকটে ব্যাহত হচ্ছে আগুন নিয়ন্ত্রণের কাজ। পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে না পারায় বাড়ানো যাচ্ছে না ফায়ার সার্ভিসের ইউনিট।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পানিবাহী বিশেষ গাড়ির চালক রফিকুল ইসলাম বলেন, বিশেষ গাড়িটিতে ১১ হাজার লিটার পানি ধরে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের গাড়ির পানি ব্যবহার করেও তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে কারখানার সংরক্ষণ করা পানি ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। পার্শ্ববর্তী অপর আরেকটি কারখানায় মজুদ করা পানি ও পাশের একটি ডোবা থেকে পানি এনে আগুন নেভানোর কাজ করা হয়। একপর্যায়ে পানি ফুরিয়ে গেলে বিশেষ পানিবাহী গাড়ি নিয়ে যাওয়া শ্রীপুর ফায়ার স্টেশনে। যানজট পার হয়ে সেখানে থেকে গাড়ি ভরে পানি আনতে দেড় ঘণ্টা সময় লেগে যায়। চারদিক থেকে কাজ করা গেলে আগুন ছড়াতো না।