গৃহবধূ হত্যার অভিযোগে থানায় মামলা

IMG_160502_201123

নেত্রকোনার দুর্গাপুরে সানজিদা আক্তার (১৭) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী আলামিন আকন্দ (৩৫) এর বিরুদ্ধে মামলা হয়েছে। শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এনে রবিবার ১৯  রাতে গৃহবধূর মা জাহানারা বেগম বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার দুপুরে পৌর শহরের সাধুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার ওই এলাকার জাকির হোসেনের মেয়ে। অভিযুক্ত আলামিন আকন্দ পৌর শহরের বাগিচাপাড়া এলাকার আওয়াল আকন্দের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শনিবার (১৮ নভে:) রাত হতে রবিবার সকাল পর্যন্ত কোন এক সময়ে আলামিন আকন্দ কৌশলে তার স্ত্রী সানজিদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। 

নুরুল হুদা, দুর্গাপুর প্রতিনিধি


কমেন্ট As:

কমেন্ট (0)