সাইফুল্লাহ সাইফ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের প্রতিটি থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য ভূমি ও বাড়ি উপহার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপনের মানবিকও উদ্বোধন করেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় তিনি দেশের বিভিন্ন এলাকায় উপকার ভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অনূভুতি শোনে। রবিবার (১০ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাড়ী এবং প্রতি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠানটির ভার্চুয়াললি শুভ উদ্বোধন করেন।
এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মো: আখতার হোসেন, পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের সদস্যগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যগন অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত থাকেন। প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সেবাদাতা ও সেবা গ্রহীতাদের সাথে এবং বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্মিত গৃহ প্রাপ্তদের সাথে কথা বলেন। বেলা ১২:৪৫ মিনিটে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
এরই মধ্য দিয়ে কিশোরগঞ্জ জেলার ১৩টি থানায় গৃহহীন পরিবারকে গৃহ প্রদান এবং ১৩টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর শুভ উদ্বোধন করা হয়।