মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রে লিওট্টা মারা গেছেন। ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
জানা গেছে, ‘ডেঞ্জারাস ওয়াটার’ সিনেমার শ্যুটিংয়ে ডমিনিক্যান রিপাবলিকে গিয়েছিলেন রে লিওট্টা। সেখানেই মারা যান তিনি। অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত প্রচারক জেনিফার অ্যালেন।
প্রসঙ্গত, প্রায় চার দশকের অভিনয় ক্যারিয়ারে নিজেকে হলিউডের নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন রে লিওট্টা। বিশেষ করে পুলিশ এবং অপরাধীদের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ‘সামথিং ওয়াইল্ড’, ‘কপ ল্যান্ড’ এবং ‘কিলিং দেম সফটলি’-এর মতো সিনেমাগুলোই তার প্রমাণ।
সূত্র: সিএনবিসি, দ্য টেলিগ্রাফ