মঙ্গলবার ৫ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোনপুর উচ্চবিদ্যালয়ে জেলায় কেঁচো চাষী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে মাসিক সভা অনুষ্টিত হয়েছে
জৈব কৃষির আন্দলোন বেঁচো সারে বাম্বার ফলস এই পতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ এস. এমই. ফোরাম এর আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ভার্মিকম্পোষ্ট উৎপাদন সমিতির সহযোগিতায় মাসিক সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ব্রাশ লিমিটেডের পরিচালক আব্দুর বারীর, সুমন এগ্রো প্রজেক্ট এর স্বত্বাধিকার ও বাংলাদেশ ভার্মীকম্পোষ্ট উৎপাদক এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাঃ সানাউল্লাহ সুমন এর সঞ্চলনায়।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভার্মি কম্পোস্ট উৎপাদন এসোসিয়েশনের জেলা সদস্য সজিব, গোলাম আজম, জীবন, মিলোন আলী, জুবায়ের হোসেন ডালিম, মহিলা উদ্দোক্তা ও বাংলাদেশ ভার্মীকম্পোষ্ট উৎপাদক এ্যাসোসিয়েশনের মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া আকতার বেবীসহ জেলার বিভিন উদ্দোক্তাগণ।
সভায় বক্তারা কেঁচো চাষ ও ভার্মিকম্পোষ্ট সার উৎপাদন বিষয়ে আলোচনা করেন। এছাড়া বেকারত্ব দুর করতে ক্ষুদ্র উদ্যোক্ত হয়ে ভর্মিকম্পোষ্ট সার উংপাদনের জোরদাবি জানান।