চাঁপাইনবাবগঞ্জে তিন কেজি বিস্ফোরকসহ এক যুবক গ্রেপ্তার
- By --
- Sunday, 19 Nov, 2023

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ কেজি বিস্ফোরকসহ ইসমাইল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সদর উপজেলার বাগবাড়ি টোলা এলাকা থেকে গতকাল শনিবার দিনগত রাত ২ টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন বাগবাড়িটোলার মফিজুল ইসলামের ছেলে। র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার মেজর মারুফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ইসমাইলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৩ কেজি ৪২০ গান পাউডার উদ্ধার করে। পরে গান পাউডারসহ ইসমাইলকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, ককটেল তৈরিতে গান পাউডার ব্যবহৃত হয়। চলমান রাজনৈতিক অস্থিরতায় ব্যবহারের জন্য ককটেল বানাতে গানপাউডারগুলো মজুত করা হয়েছিল বলে স্বীকার করেছেন ইসমাইল হোসেন।
এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মারুফুল ইসলাম।
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী