আলমগীর হোসেন হিরু চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: চাটখিল থানার এসআই টিপু সুলতানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে (২১ জুন ) মঙ্গলবার গভীর রাতে পৌরসভার ভীমপুর বেদে পল্লী থেকে আরিফুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে ভীমপুর বেদে পল্লীর মৃত মজিবুর রহমানের ছেলে আরিফুর রহমান (৩০)
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বুধবার (২২ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।