আলমগীর হোসেন হিরু, চাটখিল প্রতিনিধি
চাটখিলে সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতষ্ঠান ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথভাবে পালন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী ( ভূমি) উজ্জ্বল রায়, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হক চৌধুরী, উপজেলা নির্বাচন কমিশন জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন ।