মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে হলি ক্রিসেন্ট হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগে বিচার চেয়ে মানববন্ধন করেছে নবজাতক শিশুর পরিবার ও এলাকাবাসী। শহরের হেমন্দ্র সাহার মোড়ে হলি ক্রিসেন্ট হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মৃত ওই নবজাতকের বাবা শাহবাজ খান নাঈম, চাচা মো. আল-আমিন, নানা নাসির উদ্দিন ও পরিবারের সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানবন্ধন্ধনে ওই নবজাতকের পরিবারের সদস্যরা জানান, গত ৩জুন সকাল সাড়ে ১১টার দিকে হলি ক্রিসেন্ট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক পুত্র সন্তানের পিতা-মাতা হন নাঈম ও নওরিন দম্পতি। ওইদিন ওই নবজাতককে হাসপাতালের একজন শিশুরোগ বিশেষজ্ঞকে দেখানোর পর সন্ধ্যা ৭টার দিকে একটি স্যালাইন পুশ করা হয়। যেই স্যালাইনটি ২৪ঘন্টায় শেষ হওয়ার কথা সেই স্যালাইন ২ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। অল্প সময়ে অতিরিক্ত স্যালাইন শরীরে প্রবেশ করার ফলে নবজাতক শিশুর অবস্থা আরো খারাপের দিকে চলে যায়। পরে রাত ১০টার দিকে নবজাতক শিশুটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। রাত ১২টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। ২দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গত ৫জুন দুপুরে ওই নবজাতক শিশুটি মৃত্যুবরণ করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলায় শিশুর মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে হাসপাতালটির লাইসেন্স বাতিল করে হাসপাতালটি বন্ধ
করে দেয়ার দাবী জানায় পরিবারের সদস্য ও এরাকাবাসী।