মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রতিনিধি : চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদী শিবপুরের গণমাধ্যম কর্মী স্বপন খান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ এপ্রিল) দুপুর ১:১৫ মিনিটে মৃত্যু বরণ করেন । ব্রেইন স্ট্রোক করে প্রায় দুই মাস যাবৎ চিকিৎসাধীন ছিলেন। কর্মজীবনে তিনি শিবপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মরহুমের জানাযার নামাজ সন্ধ্যায় ৭ টায় পুটিয়া ইউনিয়নের বাড়ৈআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তেলিয়া সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহরুখ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জাহিদুল হক দীপু, এসময় শিবপুর প্রেসক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকরা। মরহুমের স্মৃতিচারণ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।