চিলমারী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মোঃ আবু হানিফা।
চিলমারী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহারের জন্য লিখিত বক্তব্য পাঠ করে শোনান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদাকাত হোসেন সাজু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল হক বাবলু, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ ইউনুস আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ আকরামুল হক, যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া, নয়ারহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রওশন আলীসহ নয়ারহাট ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আবু হানিফা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তিনি ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। উল্লখ, আগামী ১৫ জুন, ২০২২খ্রিঃ তারিখে নয়ারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে, ২০২২খ্রিঃ।