তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে ঘাতক ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার ২৩ দিন পর বাবা তসিদ আলী (৬৫) মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত বখাটে ছেলে রকিব হাসানকে (৩৮) আটক করেছে পুলিশ।
রোববার (১৫ মে) ঘাতক ছেলেকে আদালতে প্রেরণ করলে আদালত জেলহাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার হাজিপুর ইউপি বিলের পার গ্রামে গত ২১ এপ্রিল (১৯ রমাদান) পারিবারিক কলহের জেরে তসিদ আলীকে তার বখাটে পুত্র রকিব হাসান মারপিট করে। এ ঘটনায় তসিদ আলী থানায় মামলা দায়ের করতে চাইলে বখাটে রকিব লাঠি দিয়ে তার বাবা তসিদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। কিন্তু বখাটে রকিব আহত বাবার চিকিৎসা করাতে দেয়নি। আহত অবস্থায় বাড়িতে থাকতে থাকতে দুঃখে কষ্টে শনিবার ( ১৪ মে ) বিকেলে মারা যান।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত রকিব হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তসিদ আলীর দু’টি সংসার রয়েছে। দ্বিতীয় স্ত্রীর পুত্র রকিব হাসান চরম বখাটে ও খারাপ। পরিবারের সবার উপর নির্যাতন করা ছিলো তার নিত্য দিনের স্বাভাবিক ঘটনা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজমুল ইসলাম জানান, রোববার ১৫ মে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক পুত্র রকিব হাসানকে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহত তসিদ আলীর প্রথম স্ত্রী আছকিরুন নেছা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন।