মাহমুদুল হাসান (সবুজ)
জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ’র কাউন্সিল উপলক্ষে প্রতিনিধি সম্মেলন নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়।
৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল(কনফারেন্স লাউঞ্জে) এ প্রতিনিধি সম্মেলনে নবগঠিত কমিটি ঘোষনা করা হয়। প্রথমে পবিত্র কোরআন তোলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক হযরত আল্লামা ওবায়দুর রহমান খান নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেপান্তর গ্রুেপের চেয়ারম্যান হাফেজ মাওঃ মুফতি ড.এইচ এম এরশাদ উল্লাহ চৌধরী।আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন,সংগঠনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী,মহাসচিব মুফতি আনোয়ারুল হক,সিনিয়র সহ-সভাপতি হযরত মাওলানা মীর মোহাম্মদ শোয়াইব আহমদ আনসারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুল হক ,অর্থ সম্পাদক মুফতি জুবায়ের আহমদ কাসেমীসহ অন্যান ইমামগণ।
অনুষ্টানের উপস্থিত ইমামরা বলেন,চকবাজার জঙ্গিদের বিরুদ্ধে সর্বপ্রথম আমরাই কথা বলেছিলাম।আমরা বাংলাদেশের বন্যার্ত মানুষের মাঝে আর্থিক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ইমামরা বাংলাদেশের মানুষের সকল দুর্যোগে ছিল এবং থাকবে। সকল ইমাম ঐক্যবোধ্য হয়ে সমাজের মানুষেকে সঠিক দিক নির্দেশনা দিয়ে ভবিষ্যৎ সোনার বাংলাদেশ গড়ার অংঙ্গিকার করেন।
প্রধান অতিথি আল্লামা উবায়দুর রহমান খান নদবী বলেন, ইমামদের বিরোধ ভুলে সবাইকে এক হওয়ার জন্য আহব্বান জানান।সংঘটনের সাথে আন্তরিক ভাবে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ এর দাওয়াত বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিটি মসজিদ ও মাদ্রাসা পৌঁছে দিতে হবে।
বিশেষ অথিতির বক্তব্যে তেপান্তর গ্রুপ’র চেয়ারম্যান হাফেজ মাওঃ মূফতি ড.এইচ এম এরশাদ উল্লাহ বলেন, নিজেদেরকে তৈরি করতে পারলে ইমাম সমাজ বাংলাদেশের যে মিশন ও ভিশন তা সফল হবে।ইমামদেরকে বেতন বাড়ানোর জন্য সংঠনটির নীতি নির্ধারকের দৃষ্টিআকর্ষণ করেন ।সমাজকে মসজিদ ভিত্তিক গড়ে তুলে সমাজ থেকে অরাজগতা,বিশৃঙ্খলা,মাদক সেবন,সুদ,গুষ সহ সকল অপরাধের বিরূদ্ধে সামাজিক ভাবে গবেষণামূলক আলোচনা করে সমাধান করার কথা বলেন তিনি।
জাতীয় ইমাম সমাজের নব -নির্বাচিত সভাপতি আল্লামা শেখ আব্দুর রাজ্জক বলেন,সুশিল সমাজ গঠনের জন্য আমাদেরকে ত্যাগ শিকার করতে হবে।সকল ইমামকে ঐক্যবদ্ব হতে হবে।সংঘঠনের মাধ্যমে আর্থিক অসচ্ছল ইমামদের আর্থিক সহায়তা করা হবে। তিমি আরও বলেন,জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ এর সকল কার্যক্রম ও কর্মসূচির সাথে আমার বাকী জীবন কাটিয়ে দিব ইনশাল্লাহ। পরিষেশে তিনি সকলকে এক আল্লাহ তায়লার তাওহিদ নিয়ে কাজ করার আহব্বান জানান।
সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন বলেন,নবনির্বাচিত সভাপতি আন্তর্জাতিক সমাজে পরিচিত। ইমামদের কাজ এমন ভাবে করতে হবে মানুষ যেন সিম্বল মনে করেন।শিশুদেরকে ইসলামিক শিক্ষা দেওয়ার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে আলোকিত করার লক্ষ্যে জাতীয় ইমাম সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুল হক বলেন, রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় স্হানে অনুদান দিয়েছে সংগঠনটি। বাংলাদেশের প্রায় চার লক্ষ ইমাম সবাইকে ঐক্যবধ্য করার চেষ্ঠা চালিয়ে যাবে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ।
সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে দেশের সকল মানুষ ও জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ দোয়া প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।