জালে আটকা পড়েছে ৭ ফুট লম্বা একটি অজগর
- By --
- Saturday, 21 Oct, 2023

আব্দুর রউফ নামের এক কৃষক তার ধান ক্ষেতে ছাগল, গরু প্রবেশে বাধা দেওয়ার জন্য প্লাস্টিকের জাল দিয়েছিলেন ধান ক্ষেতে । এসময় সেই জালে আটকা পড়েছিল ৭ ফুট লম্বা একটি অজগর সাপ।
শনিবার ( ২১ অক্টোবর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা গ্রামে আব্দুর রউফ নামের এক কৃষকের ধান ক্ষেতে সাপটি আটকা পড়ে।
আজ সকালে ছবির আলী নামে এক ব্যক্তি ধান ক্ষেতের পাশ দিয়ে মাঠে গরু বাধতে যায় এসময় সেখানে একটি অজগর সাপ দেখতে পান। পরে স্থানীয় লোকজন সাপটি আটকা পড়া অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় বনবিভাগে খবর দেয়। পরে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত সাপটি নিয়ে যায়। পঞ্চগড়ের বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী মো. সহিদুল ইসলাম জানান, সাত ফুট লম্বা উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ২০ কেজি। পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সিহাব উদ্দীন জানান, সাপটিকে রামসাগর জাতীয় উদ্যানে প্রেরণ করা হবে।
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি