মৃণাল চৌধুরী সৈকত, সিনিয়র স্টাফ রিপোর্টার : টঙ্গীতে পৃথক স্থানে গোসলের ভিডিও ধারন করে তা প্রকাশ করার ভয়ভীতি দেখিয়ে এক সন্তানের জননীকে (২২) ও বিয়ের আশ্বাসে এক গার্মেন্টস কর্মীকে (২০) ধর্ষণের অভিযোগ এবং এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে শালিকাকে (৪০) ধর্ষণ চেষ্টার অভিযোগে টঙ্গী পূর্ব থানায় পৃথক পৃথক ধর্ষণ ও ধর্ষনের চেষ্টা সংক্রান্ত মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় পাগাড় পাঠানপাড়া, পূর্ব আরিচপুর মধুমিতাস্থ বেলতলা মসজিদ ও এরশাদনগর এলাকায় এসব ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
জানা যায়, একই নারীকে ধর্ষণের অভিযোগে দুই সহোদর ভাই এবং এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে এক যুবক ও শালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওয়ার্ড কাউন্সিলরসহ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, টঙ্গী পাগাড় পাঠান পাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৫), তার ছোট ভাই জান্নাতুল ফেরদৌস (২২), গার্মেন্টসকর্মী ধর্ষণের অভিযোগে পূর্ব আরিচপুর মধুমিতাস্থ বেলতলা বস্তির মৃত আ. রশিদের ছেলে সিয়াদ (২৪) এবং শালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ (৪৮)।
পৃথক পৃথক ভাবে রজু হওয়া মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধুর স্বামী পাগাড় এলাকার একটি কারখানায় চাকুরি করে। এ সুবাদে তারা স্বাম্ধীসঢ়;-স্ত্রী একই এলাকার অভিযুক্ত দুই সহোদরের মামা জহিরুলের বাড়িতে ভাড়া থাকেন। স্বামী কর্মস্থলে চলে গেলে গত ২৫ মে বিকেল ৩টার দিকে অভিযুক্ত জাহিদুল ওই গৃহবধুর গোসলের ভিডিও ধারন করে। পরে ওই ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে জাহিদুল। ইতিপূর্বেও একই ভাবে গৃহবধুকে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার ধর্ষণ করে বখাটে জাহিদুল।
এদিকে, জাহিদুল ইসলামের সাথে গৃহবধুর শারীরিক মেলামেশা দেখেছে এবং স্বামীকে এসব বলে দেবে এমন ভয় দেখিয়ে জাহিদুলের ছোট ভাই জান্নাতুল ফেরদৌস ৩১ মে রাত ৯ টায় গৃহবধুকে তার বাসায় ধর্ষণ করার অভিযোগ করেন ওই গৃহবধু।
অপরদিকে, স্বামীর মৃত্যুর পর ভুক্তভোগী এক নারী তিন বছরের কন্যা সন্তানসহ পূর্ব আরিচপুর মধুমিতাস্থ বেলতলা মসজিদ এলাকার খোকনের বাড়ির ভাড়া বাসায় থাকে। সে স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরি করে। একই এলাকায় বসবাসের এক পর্যায়ে অভিযুক্ত সিয়াদের সাথে ওই যুবতীর পরিচয় হয়। পরিচয় সূত্রে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ১ জুন রাত ১১ টার দিকে ওই যুবতীকে পূর্ব আরিচপুর মধুমিতা বেলতলা বস্তি এলাকায় অভিযুক্ত সিয়াদের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে সিয়াদ। পরে বিয়ের জন্য চাপ দিলে যুবতীকেকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করা হয় মর্মে অভিযোগ রয়েছে।
এছাড়াও, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের এরশাদনগর এলাকার বর্তমান কাউন্সিলর ফারুক আহমেদ। তার স্ত্রীর খালাতো বোন একই এলাকার ৬ নং ব্লকে থাকেন। তিনি মহিলা শ্রমিক লীগ টঙ্গী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক। গত ২৩ মে সকাল ১০টায় তার শালিকাকে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় কাউন্সিলর ফারুক। এঘটনায় ওই নেত্রী বাদী হয়ে মামলা করনে।
উপরোক্ত এসব ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় পৃথক মামলা দায়ের করার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত কাউন্সিলর ফারুকসহ ৪ জনকে গ্রেফতার করেন পুলিশ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, এসব ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে। নির্যাতিতাদের ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে এবং অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।